আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা। সারাদেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে তারই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষের কাছ থেকে ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ ব্যানারে সারাদেশের বন্যা দূর্গত মানুষের জন্যে নগদ টাকা ও প্রয়োজনীয় সহযোগীতা সংগ্রহ করেছেন। শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে এ ত্রান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। জানা যায়, সাধারণ ছাত্র জনতার ব্যানারে কয়েকজন শিক্ষার্থী অনুদান বক্স নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়কের পার্শ্বে উপজেলার সোনালী ব্যাংকের সামনে বসে রয়েছেন। মহাসড়ক দিয়ে যাতায়াত করা যানবাহন এবং সাধারন পথচারীরা তাদের অনুদান বক্সে সামর্থ অনুযায়ী সহযোগিতা করছেন এবং বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।
ত্রাণ সংগ্রহ কার্যক্রমের সাথে জড়িত কয়েক সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা মানবিক মূল্যবোধ ও বিবেকের তাড়নায় বন্যা কবলিত এলকার মানুষের জন্য একটু হলেও যাতে কাজ করতে পারি সে কারনে আমরা ত্রান সংগ্রহ করছি। তারা আরোও জানান, আমরা আজ থেকে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন এলাকায় ত্রান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাবো। প্রতিদিন সকাল থেকে রাত ৮ পর্যন্ত ত্রান সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিনের সংগ্রহিত অর্থ “আছসুন্নাহ ফাউন্ডেশনের” মাধ্যমে পাঠানো হবে।