ভয়াবহ ফ্যাসিস্ট এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ১৫ বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ আগস্ট) মহাখালী ব্র্যাক ইন সেন্টারে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন ও কর্ম নিয়ে স্মরণসভায় উপস্থিত হয়ে বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংগ্রামে শুধু দু’মাসেই শহীদ হয়েছে তা নয়, ১৫ বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মরহুম সবুজ আহমেদের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের একজন বন্ধুকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন স্বনামধন্য কূটনীতিককে। সবুজ লিখতে লিখতেই মারা গেছেন। আমরা তার আত্মার মাগফরাত কামনা করি আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাত নসিব করেন।’