২০০৯ সালের ২৫ ও ২৬ ফেরুয়ারী পিলখানার ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যাকান্ডে ষড়যন্ত্রকারীদের বিচার ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্নবহালের দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথা বিডিআর কল্যান পরিষদ বগুড়া জেলা ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন বিডিআর কল্যান পরিষদ বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ জিয়াউল হক জিয়াসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেরুয়ারী পিলখানার ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যার স্বীকার হয়। এই হত্যাকান্ডের সঠিক তদন্ত না করে আমাদেরকে তৎকালীন সরকার প্রতিহিংসা বশত ২০১০সালে অবৈধ আইন পাশ করে প্রহসনের মাধ্যমে চাকুরিচ্যুত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সেই সাথে বন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ নির্দোষ সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্নবহাল করার অনুরোধ করছি।