বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে অভিহিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রকাশিত যে প্রতিবেদনের কথা আইএসপিআর উল্লেখ করেছে সেটি হলো – ‘সেদিন বৈঠকে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান’। আইএসপিআর থেকে টেলিভিশনের স্ক্রলে প্রচারের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সেনাবাহিনীর নিয়মিত বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। জনসংযোগ পরিদফতরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরীর স্বাক্ষরিত বার্তায়, মিডিয়াকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধও জানানো হয়েছে। সূত্র : বিবিসি