বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে স্বাধীন বাংলার ছাত্র জনতা, বদলগাছীর উদ্যোগে মানব বন্ধন এবং র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট বিকাল সাড়ে ৫ টায় চৌরাস্তার মোড়ে মানব বন্ধন শেষে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্র জনতারা তাদের বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদের প্রতি ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টা আমার দেশ পত্রিকার বিপ্লবী সম্পাদক মাহমুদুর রহমান, পিনাকী ভট্টাচার্য, জুলকারনায়েন সায়ের, মুসফিক ফজল আনসারী, কনক সরোয়ার সহ অন্যান্য নির্যাতিত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।