বগুড়া জেলা বিএনপির আয়োজনে রবিবার বিকালে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলেই ব্যবস্থা, দখলদারদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, ডা: মামুনুর রশিদ মিঠু, এ্যাড, আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।