সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের চন্দ্রহাটা নূর আলা নূর বালক-বালিকা সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা এয়াতি খানায় বিএনপি নেতা উজ্জ্বলের আয়োজনে এই দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরী হায়দার তোতা, এ্যাডভোকেট মতিন মন্ডল, শফিকুল ইসলাম শফিক, ফজলুল হক উজ্জ্বল, আতিকুর রহমান আতিক, লেমন, মাসুদ রানা মাসুদ, হাসানুজ্জামান পলাশ, শাহ আলী, আশরাফুজ্জাামান প্রবাল, মতিন কাজি, দেলোয়ার হোসেন, তোতা, মুন্না, আরিফিন প্রমুখ।