সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা,সহ সভাপতি লাল মাহমুদ লাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।