বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেছেন, গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর স্বৈরাচারের দোসররা দেশে অরজাকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা সফল হতে পারবে না, ছাত্র-জনতা সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। ধর্ম যার যার দেশটা সবার। ধর্মীয় সস্প্রীতির উপর কেউ আঘাত করার অপচেষ্টা চালালে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। তিনি শুক্রবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থান ও গোকুল বন্দরের ব্যবসা-বানিজ্য সহ জনজীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে ও অর্ন্তবর্তী সরকারকে স্বাগত জানিয়ে শান্তি সমাবেশে একথা বলেন। রায়নগর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কার সিদ্দিক সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির বৃক্ষ রোপন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, জেলা বিএনপির সদস্য মোঃ ফেরদৌস আলম পিলু, নামুজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ রাসেল মামুন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম জনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।