প্রেস রিলিজ ঃ ক্লিন এন্ড গ্রিন শাজাহানপুর উপজেলা গড়ার প্রত্যয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শাজাহানপুর এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলন এর উপদেষ্টা, সমাজসেবক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মেহেরুল আলম মিশু। শাজাহানপুর উপজেলা থেকে ফটকি ব্রিজ পর্যন্ত রোড ডিভাইডার এর মাঝে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপিস্থিত ছিলেন, এ.জে.এম জোবায়ের, এম,এইচ জেমস, মো: সাইফুল ইসলাম, শরীফ আহমেদ, রবিউল ইসলাম, শামীম আহমেদ, নাহিদ, ইমরান হোসেন, সুইট, লিখন, রাফি, কাওসার, সাব্বির, অপু, লিখন, আমিনুর, মিম,সাকিব, কাইয়ুম, আশিকসহ অনেকে।