কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের কালাইয়ে ১৬ আগষ্ট শুক্রবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কর্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম টুকু, মোফাখারুল ইসলাম রতন, তাজ উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পল্লী প্রাণী চিকিৎসক- বিএনপি নেতা মোঃ আব্দুল মতিন।
অপরদকে শুক্রবার বিকাল ৫টায় কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মৌদুদ আলমের নেতৃত্বে পৌর বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর বিএনপির নেতা সাজ্জাদুল ইসলাম সোহেল তালুকদার,রাসেল তালুকদার, নূর মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপি যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।