বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালন করেছে। ১৫ আগষ্ট সকাল ১০ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে একত্রিত হয়ে বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেছে। এসময় নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, সহসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, আব্দুল আজিজ, রবিউল হাসান প্রমুখ। শেষে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।