গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বগুড়ার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসূচী শেষে থানার তিনমাথার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিয়ার রহমান মতি, আফছার আলী মিজু, এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, আ: গফুর শাহ্, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক নুরেজ্জামান সজল, উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, গোলাম রব্বানী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, পৌর বিএনপি নেতা নজরুল, কামরুল, জিন্না, আনিছার, রানা, শাজাহান, সিদ্দিক, রুবেল, আ: মান্নান, আব্দুল্লাহ, ফিজার, মুগলু, রফিকুল, গোফ্ফার, হেলাল, মোয়াজ্জেম, সবুজ, আ: রাজ্জাক, মালেক, হুমায়ন, আঃ বারী, যুবদল নেতা তাজুল, দৌলত, সোহাগ, বেলাল, নিপুল, সাব্বির, ছনি, রাশেদুল, রবিউল, বাবু, মিজানুর, পলাশ, পেস্তা, জাহিদ, বিপ্লব, কমল, রাজিব, ইমরান, মান্নান, মামুন, ছাত্রদল নেতা আ: গনি, সাখাওয়াত, আ: ওহাব, রাহী, মোমিন, সাকিল, মেহেদী, সোহাগ, নাহিদ, রকি, আলআমিন, রিয়াদ, বিপ্লব, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক আনিছার, সহ-সভাপতি টিটু, যুগ্ম সম্পাদক আরিফুর ও জুয়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মর্ণিং, বাপ্পী, পৌর মৎস্যজীবিদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাছেন আলী, তাঁতীদলের পলিন, সৌরভ, মোমিন প্রমুখ।