সংবাদ বিজ্ঞপ্তি: আওয়ামী দালালদের হাতে দীর্ঘদিন জিম্মিছিলো বগুড়া প্রেসক্লাব। অবৈধভাবে তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলো। শেখ হাসিনা দেশে থেকে পালানোর পর মূলধারার সাংবাদিকরা অবৈধভাবে কমিটিতে থাকাতের সরিয়ে আহবায়ক কমিটি গঠন করেন। এরপর থেকে বগুড়া প্রেসক্লাব স্বাধীন হয়। কিন্তু অবৈধ কমিটির সময় ওই ক্লাবে শতাধিক ভুয়া সদস্য দেয়া হয়। তাদের কেউই সাংবাদিকতার সাথে যুক্ত নয়। সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের পরিবারে সদস্যদের অন্তর্ভূক্ত করা হয়েছে ক্লাবে। শুধু পরিবারের সদস্যই নয় বাসার কাজের ছেলেকেও সদস্যপদ দেয়ার ঘটনাও ঘটিয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাবেক নেতারা। নতুন ভবন নির্মাণেও আর্থিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এসব অনিয়ম, দুর্নীতিবাজ নেতাদের প্রেসক্লাব থেকে বহিস্কার এবং ভুয়া সদস্যদের পদ বাতিল চেয়ে ধারাবাহিক আন্দোলনে নেমেছে বগুড়ার বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ। বুধবার ক্লাব চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের বগুড়া জেলা কমিটির আহবায়ক (প্রস্তাবিত) ও দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর বলেন, দীর্ঘদিন বগুড়ার কিছু সাংবাদিক নেতা চাঁদাবাজির সাথে জড়িত ছিলো। পুলিশ এবং সরকারের দালালিতে নিয়জিত ছিলো। ছাত্র আন্দোলনে পুলিশের সাথে থেকে ছাত্রদের উপর হামলায় জড়িত ছিলো। এসব চিহ্নিত সাংবাদিকদের আইনের আওতায় আনার জোরদাবী জানাচ্ছি। সেই সাথে বগুড়া প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের ছাটাই করে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ দেয়ার জন্য আহবায়ক কমিটিকে আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের দাবী শতভাগ আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের বগুড়া জেলা কমিটির সদস্য সচিব (প্রস্তাবিত) আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক (প্রস্তাবিত) তানভীর আলম রিমন, দৈনিক আমার সুন্দর দেশের প্রকাশক হারুন উর রশীদ তালুকদার, ফেরদৌস রহমান, টিএম মামুন, এনটিভি প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, সাদেকুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিটন, দৈনিক যায়যায় দিনের ইমরান হোসাইন লিখন, রঞ্জু ইসলাম, অনন্ত সেলিম, আব্দুল মজিদ, সুব্রত কুমার ঘোষ, রাকিবুল ইসলাম শান্তপ্রমুখ।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের বর্তমান আহবায়ক কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এসময় প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচার এবং সদস্য সচিব সবুর শাহ লোটাস বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজের দাবীদাওয়াগুলো শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।