গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বগুড়ার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল শেষে থানার তিনমাথার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবেদ আলী, বর্তমান সহ-সভাপতি আতোয়ার রহমান, মতিয়ার রহমান মতি, আফছার আলী মিজু, এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, আ: গফুর শাহ্, মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক নুরেজ্জামান সজল, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, পৌর বিএনপি নেতা নজরুল, কামরুল, আনিছার, রানা, শাজাহান, সিদ্দিক, রুবেল, আ: মান্নান, আব্দুল্লাহ, ফিজার, মুগলু, রফিকুল, গোফ্ফার, হেলাল, মোয়াজ্জেম, সবুজ, আ: রাজ্জাক, মালেক, হুমায়ন, আঃ বারী, যুবদল নেতা আনোয়ার, তাজুল, দৌলত, সোহাগ, বেলাল, নিপুল, সাব্বির, ছনি, রাশেদুল, রবিউল, বাবু, মিজানুর, পলাশ, পেস্তা, জাহিদ, বিপ্লব, কমল, রাজিব, ইমরান, মান্নান, মামুন, ছাত্রদল নেতা আ: গনি, সাখাওয়াত, আ: ওহাব, রাহী, মোমিন, সাকিল, মেহেদী, সোহাগ, নাহিদ, রকি, আলআমিন, রিয়াদ, বিপ্লব, শ্রমিকদলের সভাপতি শফিকুল, সাধারণ সম্পাদক আনিছার, সহ-সভাপতি টিটু, যুগ্ম সম্পাদক আরিফুর, সাংগঠনিক সম্পাদক মর্ণিং, বাপ্পী, তাঁতীদলের পলিন, সৌরভ, মোমিন প্রমুখ।