মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন সড়ক পরিস্কার পরিচ্ছন্ন করছে বিডি ক্লিনের সদস্যরা। উপজেলা সদরের মাছের মোড়, বক চত্বর ও থানার মোড়ে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তুপ জমেছিল। গত কয়েকদিন ধরে এসব স্থানের ময়লা আবর্জনা পরিস্কার করছে বিডি ক্লিন মহাদেবপুর উপজেলার সদস্যরা। তাদের এ পরিচ্ছন্ন অভিযানে খুশি স্থানীয় জনসাধারণ। এর পাশাপাশি তারা স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। বিডি ক্লিনের উপ সমন্বয়ক মো: মাহবুবুর রহমান জানান, ২০১৬ সাল থেকে বিডি ক্লিন বাংলাদেশে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড শুরু করে। শুরুর দিকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রীক এ কর্মসূচি পরিচালিত হলেও বর্তমানে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় মহাদেবপুরে বিডি ক্লিনের সদস্যরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।