মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ধর্মীয় সংখ্যালঘুদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী রঘুনাথজিউ মন্দিরে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, গোপাল চন্দ্র অধিকারী, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সাবেক আমির শহীদুল ইসলাম ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ। বক্তারা উদ্ভুত পরিস্থিতিতে সকলকে অমুসলিমদের পাশে থেকে তাদের জান-মাল রক্ষার আহবান জানান।