পাবনা প্রতিনিধি: সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। এর মধ্যে বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন শুরু করেন থানার পুলিশ সদস্যরা। অবশেষে অন্তর্বর্তী সরকার গঠনের পর ও দাবি মেনে নেয়ার আশ্বাসে পাবনার ১১টি থানায় কর্মস্থলে কাজ শুরু করেছে পুলিশ। তাই পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পাবনা জেলা বিএনপির নেতারা ।সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলা বিএনপির নেতাকর্মীরা সদর থানা প্রাঙ্গনে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সহ অনেকে। ফুলের শুভেচ্ছা পেয়ে সদর থানার ওসি রওশন আলী বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে। সাধারণ মানুষের পুলিশের প্রতি এখনো আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে পুলিশ।