(গাবতলী-বগুড়া): রবিবার বগুড়ার গাবতলী মহিলা কলেজে ২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা
আনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। কলেজের সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উদ্বোধক অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ফজিলাতুন্নেছা। অত্র কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী অধ্যাপক আব্দুর রহিম ও জহিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, কলেজ গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন, আব্দুল বারী সহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ। এরপূর্বে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ক্লাস উদ্বোধন করেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ফজিলাতুন্নেছা।