বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রামে সংখ্যালঘু পরিবার এবং মন্দিরের খোঁজ খবর নিলেন বদলগাছী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। ১০ আগষ্ট শনিবার বদলগাছী উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে সংখ্যালঘু পরিবারের সদস্যদের সাথে কথা বলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। তাঁদের উপর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? এমন প্রশ্নের জবাবে মন্দির কমিটির সদস্য এবং সংখ্যালঘু পরিবারের সদস্যরা জানান, তাঁদের উপর কোন হুমকি ধামকি হয় নাই এবং কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। পরে কোলা ইউনিয়নের কোলা বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য এবং থানা পুলিশের সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন।