বগুড়া প্রেসক্লাব থেকে অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিলের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পেশাদার সাংবাদিকবৃন্দ। শুক্রবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। আমার সুন্দর দেশ পত্রিকার প্রকাশক হারুন-উর-রশীদের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দ্যা নিউ ন্যাশন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি তানভীর আলম রিমন, দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, একাত্তর টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি শাহজাহান আলী বাবু, রাইজিংবিডি অনলাইন পোর্টালের বগুড়া প্রতিনিধি এনাম আহমেদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক শামিম আহমেদ, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার রাজিকুল ইসলাম রাফু, সুমন সরদার, এটিএন বাংলার ক্যামেরাপার্সন আব্দুল হাকিম, ওয়াহেদ ফকির, মোহনা টিভির ক্যামেরাপার্সন মনির হোসন, একুশে টিভির ক্যামেরাপার্সন রফিকুল ইসলাম রকি, দৈনিক প্রত্যয়ের রাকিব শান্তসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিলেন। তারা আওয়ামী লীগের দলদাস হয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা রাষ্ট্র বা সমাজের কল্যাণে কিছু করেননি। উপরন্তু প্রশাসনসহ সকল স্তরে সরকারের পক্ষে দালালি করেছে। এই সব অপেশাদার সাংবাদিকদের কারণেই পেশাদার সাংবাদিকদের সুনাম খুন্ন হয়েছে।
বক্তারা আরো বলেন, তাদের দালালির কারণে পেশাদার সাংবাদিকদের প্রতিনিয়ত সবক্ষেত্রে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা নিজেরা লেখেনি, অন্য কেউ লিখতে গেলে তাদের কলম রোধ করার চেষ্টা করেছে। এসব দালালদের কারণে পুলিশ এবং প্রশাসন অপরাধ দুর্নীতি করেও জবাবদিহিতার উর্ধ্বে থেকেছে। তারা সাহস যুগিয়েছেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের এই বলে- ‘আপনাদের কিছু হবে না, আমরা আছি’। সমাবেশ থেকে অনতিবিলম্বে এসব অপেশাদার সাংবাদিকদের প্রেসক্লাব থেকে সদস্যপদ বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, দালাল, অপেশাদার, সমাজের জন্য হুমকি এসব সাংবাদিকদের প্রেসক্লাব থেকে বিতাড়িত করতে হবে। সমাজের কল্যাণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রেস রিলিজ