দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে ছাত্র-জনতা অভ্যত্থান এবং নতুন অর্ন্তবর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার বিকালে সিও অফিস বাস্ট্যান্ড এলাকায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মুনসুর আলীর সভাপতি ও সেক্রেটারী আশরাফ আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম, মনতাজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, ওলামা বিভাগের আদমদীঘি শাখার সেক্রেটারী আব্দুল মান্নান, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া জেলা শাখার সেক্রেটারী জহুরুল ইসলাম বাদশা, দুপচাঁচিয়া উপজেলা নায়েবে আমীর মাওঃ ওমর আলী, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর ফাসিউল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিন আল এহসান, নিহত মুনিরের পিতা শামসুল আলম প্রমুখ।