সেনাবাহিনীর সহায়তায় ঢাকার ক্ষতিগ্রস্ত কয়েকটি থানার কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি থানা ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতা দেখতে পান সেখানে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। অল্প অল্প করে থানায় হাজির হচ্ছে পুলিশ সদস্যরা। ক্ষতিগ্রস্ত থানাগুলো কর্ম উপযোগী করতে কিছু জায়গায় এলাকাবাসীকেও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। বেলা ১২টায় রামপুরা থানায় গিয়ে দেখা যায়, থানার সামনে সেনাসদস্যরা পাহারা দিচ্ছেন। কয়েকজন পুলিশ সদস্য কর্মস্থলে ফিরেছেন। তবে সবাই তখনো যোগ দেননি। পুলিশ এখনও কর্মস্থলে ফিরতে পুরোপুরি নিরাপদ বোধ করছেন না বলে মনে করছেন উপস্থিত সদস্যরা। থানায় থাকা অস্ত্রের হিসাব করা হচ্ছে এবং পুলিশের ব্যবহৃত গাড়িগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টি ব্যবহার উপযোগী আছে সে বিষয়গুলোর মূল্যায়ন চলছে। এরপর খিলগাও থানায় গিয়ে দেখা যায়, পরিচ্ছন্নতার কাজে সাহায্য করছে এলাকাবাসী। এ থানাটি সাম্প্রতিক আন্দোলন ঘিরে বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সে ক্ষয়ক্ষতির হিসেব শুরু করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তবে বেলা ১১টার দিকে ভাটারা থানায় গিয়ে তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। সেখানে সেনাসদস্যদের উপস্থিতি থাকলেও তখন পর্যন্ত পুলিশ সদস্যদের সেভাবে যোগ দিতে দেখা যায়নি। বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে দেশের সব থানার কার্যক্রম চালু হতে করার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সেনা সদরে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের মধ্যে এ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সূত্র : বিবিসি