বৃহস্পতিবার (৮ আগষ্ট) বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে কলেজ শাখার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পাঠদান উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার জাকির হাসান পিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের সম্ভরনাময় ভবিষ্যৎ গঠনে কঠোর পরিশ্রমী ও অধ্যাবসায়ী হতে হবে। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কলেজ জীবনের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময় যথাযথভাবে কাজে লাগাতে হবে। স্কুলের গন্ডি পেরিয়ে আজ তোমরা কলেজ জীবন শুরু করতে যাচ্ছো। তোমাদের মধ্যে আনন্দ, উচ্ছ¡াস বিরাজ করছে। তোমাদের মনে রাখতে হবে, এই দু’বছর হলো শিক্ষা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়। এই দু’বছরের অধ্যাবসায় তোমাকে আগামী দীর্ঘ সফলতার পথে পরিচালিত করতে পাথেয় হয়ে থাকবে। এইচএসসিতে ভাল ফলাফল করে বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই নিজেকে সেই ভাবে প্রস্তুত করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা তোমাদের সুনাগরিক হয়ে উঠার জন্য পথ প্রদর্শন করবে। তোমাদের সঠিক দিকনির্দেশনা দিবে। তোমাদের শিক্ষকরা তাদের মেধা দিয়ে তোমাদের সঠিক পথে পরিচালিত করবে। তোমরা সঠিক পথে গমন করে এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ উত্তরবঙ্গের অন্যতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। তোমাদের হাতধরে দেশসেরা প্রতিষ্ঠান হয়ে উঠবে এই প্রতিষ্ঠান। তাই সকলকে আগামী সমৃদ্ধ পথে ধাবিত হতে হলে সকল শিক্ষার্থীকে কঠোর অধ্যাবসায়ী ও পরিশ্রমী এবং দেশপ্রেমিক হওয়ার আহবান জানান।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আলহাজ¦ কাজী মুহঃ মুনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক জ্যেষ্ঠ্য প্রভাষক শহীদুল ইসলাম। প্রভাষক অপূর্ব কুমার মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জিনাত তানজিনা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি নাছিমা খাতুন, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি ইবনুল তাশরীফ, প্রাথমিক শাখার সহকারী প্রদান শিক্ষক আব্দুর রহমান, শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন জ্যেষ্ঠ্য প্রভাষক হাবিবুর রহমান, কলেজ শাখা ফরম শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মাহমুদুল হাসান মামুন, প্রভাষক আবুল বাসার, প্রভাষক কামরুন্নাহার বেগম।