শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর আজ বৃহস্পতিবার রাত ৯টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এই শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। দুপুরে তিনি দেশে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৫ জনের মতো হতে পারে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে ড. মুহাম্মদ ইউনূস বুধবার দেশবাসীর উদ্দেশে দেয়া এক বার্তায় সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।