বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণে এবং বদলগাছীর সার্বিক সামাজিক উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।মাদকমুক্ত,দূর্ণীতিমুক্ত বদলগাছী গড়তে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। এমনভাবে কাজ করতে হবে যার যা প্রাপ্য অধিকার সে যেন তা বুঝে নিতে পারে । এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সম্পাদক আব্দুল কাদের, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মোঃ সহিদুল ইসলাম দবির, সম্পাদক আবু জর গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সম্পাদক হাফিজার রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সাংবাদিক সংস্থার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।