পাবনা প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে পাবনা শহরে বিভিন্ন মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কের মোড়ে তাদের ট্রফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। ইয়েলো ল্যাম্প নামের স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানান, শহরের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় তারা শহরের বিভিন্ন পয়েন্টে ২৪ সদস্যের দল ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। সেইসঙ্গে তারা সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।