বগুড়া (গাবতলী) উপজেলা সংবাদদাতাঃ বুধবার বগুড়ার গাবতলী সোনারায় বামুনিয়া পালপাড়া গ্রামের অসহায় ১৫পরিবারের উপর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন শেষে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল হালিম, লিটু, মোতলিবুর রহমান, বাবু, রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বাক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, যুবদল নেতা পিন্টু, জনি, হোসেন, শাহিন, ছাত্রদল নেতা বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের নেতা কুদ্দুস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সাবেক এমপি লালু ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং আগামী দিনেও তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো বামুনিয়া পালপাড়া গ্রামের কৃষ্ণ চরণ পাল, দুলাল চন্দ্র, রিপন চন্দ্র, স্বপন চন্দ্র, কার্তিক চন্দ্র, শংকর পাল, কমল চন্দ্র, লাল মোহন চন্দ্র, শ্যামল চন্দ্র, প্রশান্ত চন্দ্র, অনাথ চন্দ্র, সাধন চন্দ্র, গোবিন্দ চন্দ্র, কমল চন্দ্র। এছাড়াও একটি লক্ষ্মীপূজা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, তাদের ঘরবাড়ি, আসবাবপত্র ভাঙচুর, গরু ছাগল, স্বর্ণ অলংকার, নগদটাকা লুটপাট, ভ্যান গাড়িতে আগুন, মাটির তৈরি আসবাবপত্র ভাঙচুর, দোকান ঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তাদের ৪০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন।