বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।এরপর চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান কেটু, মহিলা দলের সভানেত্রী শাম্মী আক্তার, আব্দুল হালিম, রবিউল ইসলাম, সাইদুল ইসলাম পিন্টু প্রমুখ। #