সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্মের সমন্বয়করা বঙ্গভবনে প্রবেশ করেছেন। ধারণা করা হচ্ছে, নতুন সরকারের রূপরেখা প্রস্তাব দিতেই তাদের প্রতিনিধি দল সেখানে প্রবেশ করেন। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। এ সময় গাড়ির ভেতরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে দেখা যায়। একাধিক সমন্বয়কে নিয়ে গাড়িটি প্রবেশ করে। তবে গাড়িতে ঠিক কতজন শিক্ষার্থী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।