দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ এর উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। ৬ আগস্ট মঙ্গলবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠ হতে এ আনন্দ মিছিল বের হয়ে তালোড়া পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল চলাকালে শিক্ষার্থীরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটায় তার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। আনন্দ মিছিলে তালোড়া পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।