আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ গত সোমবার আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে শান্তি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল বাকী সরকার, শাহিন ইসলাম, যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহম্মেদ, ফরিদ হোসেন, ছাত্রদল নেতা কাওছার আহম্মেদ দ্বীপ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।