আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ গত সোমবার আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় আদমদীঘি উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দীর্ঘ ১৩ বছর পর উপজেলা জামায়াতে ইসলামী দলীয় অফিস খোলার পর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর মাওঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ মোফাজ্জল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লতিফ ইব্রাহিম জিন্নাহ, সাবেক উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, উপজেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারী মাওঃ আব্দুল জব্বার, অফিস সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী প্রমূখ। আলোচনা সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু তাহের।