পাবনা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই এতে পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ৯দফা দাবিতে শনিবার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে প্রথমে পাবনা শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়। পরে দুপুর ১২ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে সড়ব অবরোধ করে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিবি, র্যাব, ডিবিসহ সকল আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন। প্রায় এক ঘন্টা ধরে এই বিক্ষোভ মিছিলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা তাদের ন্যায় সঙ্গত এই আন্দোলনে সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান । বৃষ্টিতে ভিজে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা উদ্দীপনামুলক কয়েকটি গান গেয়ে তাদের প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর বেলা ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ন কর্মসূচী পালনের আহবান জানানো হয়। তারাও শান্তিপূর্ন পরিবেশে কর্মসূচী পালন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল। কোনো বিশৃঙ্খলা হয়নি।’