বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিল (৩৫) নামে গোশত বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিল এরুলিয়া জিলাদারপাড়ার মরহুম শবদুল ঠিকাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোশত বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে তাকে কোপায়। এতে মিরাজুলের ডান হাতের কব্জি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মিরাজুল বাঁচার জন্য এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, কয়েকদিন আগে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে মিরাজুল এক যুবককে মারধর করেছিলেন। এতে ওই যুবকের হাত ভেঙে যায়। পরে এ ঘটনার জেরে সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি আরো জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।