পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল (এম এ) মাদ্রাসার প্রধান ফটক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ। নির্মাণকাজটি বাস্তবায়ন করবে পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আর এই ফটক নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা।