সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বগুড়া সারিয়াকান্দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, উম্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। শোভাযাত্রা শেষে উপজেলার বাঙালি নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। এসময় বক্তব্য রাখেন মৎস্য চাষী কাসেম মন্ডল, রফিকুল ইসলাম। পরে ৩ জন সফল মৎস্য চাষীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।