বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশি বাধায় শিক্ষার্থীরা বগুড়া আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে এবং সেখানে ছাত্র হত্যার বিচার দাবি করে তারা। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করে শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওনা দিলে আলতাফুন নেছা খেলার মাঠের রাস্তার মুখে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলটি আটকে দেয়। পরে সেখানে বসে বিক্ষোভ করে তারা। আধা ঘণ্টা সেখানে অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা জেলখানা মোড়ে যায়। সেখানে সড়কে বসে পড়ে বিক্ষোভ সমাবেশ করে বেলা দেড়টায় কর্মসূচি সমাপ্ত করে। সমাবেশে গণগ্রেফতার ও মামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘অবিলম্বে গ্রেফতার ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণেরও দাবি করেন।’ তারা আরো বলেন, ‘আমরা প্রত্যেকেই একেকজন সমন্বয়ক। এ কর্মসূচিতে কয়েক শ’ ছাত্রছাত্রী অংশ নেন।’
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে ফিরে গেছেন। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ আটক হয়নি।’
তবে মিছিলকে কেন্দ্র করে সর্বত্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের সাথে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।