পাবনা প্রতিনিধি: “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, ’খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কারণ বৈশ্বিক জলবায়ুর প্রভাবে বাংলাদেশকে তীব্র দাবদাহ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি আরো বলেন, ’দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতিবছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ ও এর সঠিকভাবে পরিচর্যা করা দরকার।’ জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার আব্দুল আহাদ, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ডঃ জামাল উদ্দিন, বাপা’র পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, নার্সারি মালিক আব্দুর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা মতলেবুর রহমান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ পাবনার আয়োজনে ৭ দিনব্যাপী এ বৃক্ষমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নার্সারির ২১টি স্টল অংশ নেয়।