বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রাষ্ট্রীয় শোক’ কর্মসূচি অনুযায়ী বগুড়ায় জেলা আওয়ামীলীগ “রাষ্ট্রীয় শোক” কর্মসূচি পালন করে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাস ধারণ বাদ জোহর মসজিদে কোটা আন্দোলনের নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ সকাল দশটায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মকবুল, প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল,উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য সাইফুল ইসলাম বুলবুল,কামরুল হুদা উজ্জ্বল,পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বকুল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, যুগ্ম সম্পাদক শেখ এজাজুল হক ডনেল,সাংগঠনিক সম্পাদক রাছেদউজ্জামান রাছেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা প্রমুখ। এরপর বাদ যোহর শহরের নেসকো মসজিদে দোয়া মাহফিল করা হয়।