পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদুর উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী ৩শ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০ টায় কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তওহিদ, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমতাজুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর আগে উপজেলার মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন সংসদ সদস্য।