নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (মঙ্গলবার) বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমবায় অফিসার ঝর্না রানী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। এছাড়াও স্থানীয় মৎস্য চাষীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, (৩০ জুলাই- ০৫ আগস্ট) পর্যন্ত মৎস্য সপ্তাহ চলমান থাকবে। উক্ত মতবিনিময় সভায় মৎস্য চাষ বিষয়ক বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।