গাবতলী (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার বগুড়ার গাবতলী ফোকাস সোসাইটির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা সোসাইটির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন। সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক (অব:) সৈয়দজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক লিপন হোসেন, ঋণ সমন্বয়কারী অপূর্ব মোহন তালুকদার, সিনিয়র উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামী হোসেন, সহকারী সমন্বয়কারী সুমন মিয়া ও রকিবুল হাসান। শেষে জনপ্রতি ১২হাজার টাকা করে ৮জন শিক্ষার্থীকে মোট ৯৬হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।