গাবতলী (বগুড়া)উপজেলা প্রতিনিধি : গত শুক্রবার দিবাগত ভোররাতে বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের হিজলী গ্রামের মরহুম মোজাদ এর পুত্র মুকুল,মিঠু ও সাবলুর বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি টিনসেট ঘড় আসবাবপত্র ৩টি ছাগলসহ নগত টাকা পুভে ভষ্মিভুত হয়েছে। গত শনিবার উক্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন ৪২বগুড়া-৭ গাবতলী-শাহজাহান আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি রায় সিটন। এসময় গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জানান বন্যা, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বা, গাবতলী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেকসানা জালাল, আওয়ামীলনেতা মাহফুজুল হক সুইট, লুৎফর রহমান, জুয়েল রানা, যুবলীগনেতা কৃষ্ণ কুমার সাহা, জাহাঙ্গীর আলম, সাগর মিয়া কৃষকলীগ সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারী ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম, ইউপি সদস্য বাবলু মিয়া, জাহাঙ্গীর আলম, মিলন মিয়াসহ এমপি ও উপজেলা চেয়াম্যানের শতাধিক সফরসঙ্গী উপস্থিত ছিলেন।