ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিয়েছে যুক্তরাজ্য। আজ শুক্রবার (২৬ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর দফতরের এক মুখপাত্র বলেছেন, পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির এখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন, সেটি তুলে নিচ্ছেন। সিদ্ধান্তটি স্টারমারের নতুন শ্রম সরকার এবং সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনার মধ্যে দূরত্ব তৈরি করে। গাজায় বর্বরতা চালানোয় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। একইসাথে তিনি হামাসের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন। এদিকে, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্য নয়। তবে যুক্তরাজ্য আইসিসির সদস্য। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুক্তরাজ্যের উপর চাপ দিচ্ছিল, যেন তারা আইসিসির গ্রেফতারি পরোয়ানার ক্ষেত্রে আপত্তি অব্যাহত রাখে। কিন্তু নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার চাপ উপেক্ষা করেই ওই আপত্তি তুলে নিয়েছেন। সূত্র : আল জাজিরা