কোটা সংস্কার আন্দোলন চলাকালে মহাখালীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো: হারুন অর রশীদ (ডিবি) বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে আন্দালিব রহমান পার্থকে আদালতে পাঠানো হলে তার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সূত্র : বিবিসি