স্টাফ রিপোর্টার :বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। বুধবার বাদ জোহর শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাযায় অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বিএনপি নেতা ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, সরকার মুকুল, কাজী এরফানুর রহমান রেন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা কৃষক দলের আহবায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাপদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানসহ জেলা বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।