মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরসহ ৯ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তীক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প। এ প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও অংশীজনদের নিয়ে প্রকল্প অবহিত করণ সভা করেছে বাস্তবায়নকারী সংস্থা। রোববার (১৪ জুলাই) নওগাঁর পতœীতলায় ডাসকো ফাউন্ডেশন এর খ্রাইভ প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ হল রুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। থ্রাইভ প্রকল্পটি হেকস ইপার এর আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে নওগাঁর মহাদেবপুরসহ ০৯টি উপজেলার মোট ৯১৫০ টি নৃ-গোষ্ঠি ও প্রান্তীক পরিবার নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসকারী দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তীক মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই প্রকল্প প্রণয়ণ করছে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক সেবায় অধিকার ভিত্তিক প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত, ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠী এবং অপরাপর প্রান্তীক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের দ্বারা তাদেরকে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা। মূলধারার বাইরের এই জনগোষ্ঠীর জন্য সরকারী, বে-সরকারী সেবায় প্রবেশগম্যতা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং মূলধারার মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদার করা এই উন্নয়ন উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রকল্পের উপজেলা অফিসার রীতু মালো এর সঞ্চালনায় প্রকল্প অবহিত করণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি ব্যাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতœীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা সমাজসেবা অফিসার মো:ফিরোজ-আল-মামুন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা (অতিরিক্ত) মোহাইমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) মো:হামীম হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃমমিনুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ সিনিয়র পার্টনারশিপ কো- অর্ডিনেটর, হেক্স/ইপার বাংলাদেশ এর রুকুনুল ইসলাম, প্রকল্প সম্বয়কারী মোঃ তোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের অংশগ্রহণকারী মুক্তি লাকড়া, পতœীতলা ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম, পাটিচরা ইউপি প্যানেল চেয়ারম্যান, মোঃ লুৎফর রহমান, নজিপুরইউপি সচিব মোছাঃ মরিয়ম খাতুন ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রকল্পের অংশগ্রহণকারী এবং প্রকল্প কর্মীগণ।