বগুড়া লেখক চক্রের ৯৩৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আসরটি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এবং সঞ্চালনা করেন সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা। আসরে পূর্ব নির্ধারিত বিষয় ছিলো অমর কথাসাহিত্যিক মানিক বন্ধ্যোপাধ্যয়ের গল্প ’প্রাগৈতিহাসিক‘। বিষয়ের উপর আলোচনা করেন শাকিবুল শাকিল, ইউসুফ রাসেল, পবিত্র প্রামাণিক, মাহমুদ কাওছার, আবু রায়হান, শাহানূর শাহিন, আমিনুল ইসলাম রনজু, মাহাবুব টুটুল, এস এম আনিছুর রহমান, সিকতা কাজল, ওয়ায়েজ রেজা ও হাবীবুল্লাহ জুয়েল।