ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নে ও অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি:) ও সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ। সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমূখ।